বাঘের সাথে লড়াই করেও বাঁচাতে পারলেন না বন্ধুকে , টেনে নিয়ে গেল গভীর জঙ্গলে

4th July 2020 11:22 am অনান‍্য
বাঘের সাথে লড়াই করেও বাঁচাতে পারলেন না বন্ধুকে , টেনে নিয়ে গেল গভীর জঙ্গলে


নিজস্ব সংবাদদাতা ( সুন্দরবন ) :  বাঘের সাথে লড়াই করেও সঙ্গীকে বাঁচাতে পারলেন না অন‍্য সঙ্গীরা । চোখের সামনে গভীর জঙ্গলে টেনে নিয়ে গেল । সুন্দরবন পঞ্চমুখী  জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে মৎস্যজীবীকে বাঘে তুলে নিয়ে গেল। নিখোঁজ মৎস্যজীবীর নাম যামিনী মিস্ত্রী(৫২)। ঘটনাটি ঘটেছে  প্রত্যন্ত সুন্দরবনের পঞ্চমুখানি ২ নম্বর জঙ্গলে।নিখোঁজ মৎস্যজীবীর বাড়ী  সুন্দরবন কোষ্টাল থানার লাহিড়ীপুর গ্রাম পঞ্চায়েতর লাহিড়ীপুর গ্রামে। সুন্দরবন জঙ্গলের নদীখাঁড়িতে মাছ কাঁকড়া ধরতে যেতেন মৎস্যজীবি যামিনী মিস্ত্রী ও তাঁর সঙ্গীসাথীরা ফিরেও আসতেন। অন্যান্য দিনের মতো লাহিড়ীপুর গ্রাম থেকে তিনজন সঙ্গী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝি কে নিয়ে  বাড়ি থেকে বেরিয়ে নৌকা নিয়ে সুন্দরবনের পঞ্চমুখানি ২ জঙ্গলে মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে রওনা দেয়।  সুন্দরবনের নদীখাঁড়িতে যখন সকলে মাছ কাঁকড়া ধরতে ধরছিলেন আপন মনে ঠিক সেই মুহূর্তে সুন্দরবনের গভীর জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে আসে।লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ে যামিনীর উপর।মুহূর্তে তাঁর ঘাড়ে কামড় দিয়ে পিঠে তুলে নিয়ে সুন্দরবনের গভীর জঙ্গলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।সঙ্গীকে চোখের সামনে বাঘ আক্রমণ করেছে দেখতে পেয়ে সঙ্গী সাথী মিলন মিস্ত্রী,অজিত মন্ডল ও অসিত মাঝিরা  নৌকার হাল আর কাঁকড়া ধরার শিক দিয়ে বাঘের সঙ্গে তুমুল লড়াই শুরু করে সঙ্গী কে বাঁচানোর জন্য । ক্ষুধার্ত বাঘ তার শিকার ছাড়তে রাজী নয়। ক্ষুধার্ত বাঘের সাথে দীর্ঘক্ষণ লড়াই করে তিন সঙ্গীসাথী। বাঘের  ভয়ঙ্কর রুদ্রমূর্তির সামনে সঙ্গীকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়েও নিজেদের জীবন বাঁচানোর জন্য রণে ভঙ্গ দেয়।অবশেষে বাঘ তার শিকার কে টানতে টানতে সুন্দরবনের গভীর জঙ্গলে চলে যায়।পরক্ষণে আবার বিপদ হতে পারে  ভেবে তিন সঙ্গী  তড়িঘড়ি নৌকা নিয়ে  গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় । লাহিড়ীপুর গ্রামে  যামিনীর বাড়িতে  খবর আসে। পরিবারে নেমে আসে শোকের ছায়া।





Others News

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২

এক কোটি টাকার ইয়াবা ট‍্যাবলেট সহ ধৃত ২


ভানুময় চন্দ ( ত্রিপুরা ) : প্রায় এক কো‌টি টাকার নেশা জা‌তীয় ইয়াবা ট‌্যাব‌লেট সহ ক‌রিমগ‌ঞ্জের বাবা হো‌টেল সংলগ্ন মোবারকপু‌রে ধরা পড়ল দুই যুবক।এক গোপন খব‌রের ভি‌ত্তি‌তে তা‌দের‌কে এক‌টি ছোট গা‌ড়ি স‌মেত আটক ক‌রে স্থানীয় সীমান্তরক্ষীর সাত ব‌্যা‌টে‌লিয়‌নের জওয়ানরা।এএস(শূণ‌্য এক)এলসি(আট দুই ছয় নয়)নম্ব‌রের গাড়ীত তল্লা‌শি ক‌রে কু‌ড়ি হাজার ইয়াবা ট‌্যাবলেট উদ্ধার করা হয়।যার বাজার মূল্য প্ৰায় এক কোটি টাকার মত হ‌বে ব‌লে বিএসএফ সু‌ত্রে প্রকাশ।ধৃত‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছে বরপেটা জেলার ইসমাইল আলী ও হোসেন আলী মিরধা।বৰ্তমানে ধৃত‌দের জেলা সদর থানায় আট‌কে রে‌খে টানা জিঙ্গাসাবাদ চালা‌চ্ছে পু‌লিশ।